বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী ইন্দাস থানা এলাকায় চলছে নাকা তল্লাশি

2nd May 2020 বাঁকুড়া
বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী  ইন্দাস থানা এলাকায় চলছে নাকা তল্লাশি


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) :  ইতিমধ্যেই লকডাউন এর সময়সীমা বর্ধিত করা হয়েছে । বাঁকুড়া জেলায় এখনো অবধি কোন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি । তাই বাঁকুড়া জেলা গ্রীন জোনেই রয়েছে । বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এলাকা ইন্দাস থানার অধীনে । অপরদিকে পূর্ব বর্ধমানে দুজন করোনা আক্রান্ত হলেও পরবর্তীতে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । যেহেতু  বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এলাকা ইন্দাস থানা এবং পূর্ব বর্ধমান শুরু তারপরেই, তাই ইতিপূর্বেই সীমান্তবর্তী এলাকা গুলি সিল করা হয়েছিল এবং বিশেষ নাকা চেকিং এর মাধ্যমে মানুষজন এক জেলা থেকে অপর জেলায় যাতায়াত করছিলেন । বাঁকুড়া জেলা কে গ্রীন জোনেই রাখতে এবং ইন্দাস থানা এলাকা কে করোনা মুক্ত রাখতে দিনরাত পরিশ্রম করে চলেছেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ পাল সহ বিভিন্ন পুলিশ কর্মী এবং ভলেন্টিয়ারা । যাতে অবাধে মানুষজন এক জেলা থেকে আরেক জেলায় প্রবেশ করতে না পারে তার জন্য কড়া চেকিং চলছে সীমান্তবর্তী এলাকাগুলোতে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।